খুব সহজে রুক্ষ চুল এলোমেলো হয়ে পড়ে। জট ছাড়াতে গিয়ে ঝরে পড়তে থাকে চুল। চুলে কালার করা, অধিক হেয়ার ড্রায়ারের ব্যবহার, তেলের অভাবসহ নানা সমস্যার কারণে চুল হয়ে পারে রুক্ষ। তাহলে জেনে নিন চুল জটহীন ও মসৃণ রাখার কিছু উপায়।
- নারকেল আর দুধ অল্প তাপে গরম করে চুলের গোড়ায় লাগান। শ্যাম্পু দিয়ে আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন।
- সারারাত মেথি ভিজিয়ে রেখে পরদিন সকালে সেই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।
- নারকেল তেলের সাথে ‘ভিটামিন-ই’ তেল মিশিয়ে ম্যাসাজ করুন চুলে। ৪০ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
- পাকা কলা চটকে তার সাতে অল্প মধু ও অল্প নারকেল তেল মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন এবং আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন।
- ডিম ফেটে আমন্ড অয়েল মিশিয়ে চুলে লাগান এবং শ্যাম্পু দিয়ে ২৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
- অ্যালোভেরা জেলের সাথে নারকেল তেল ও অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।
- তেল গরম করে চুলে ম্যাসাজ করুন। গরম তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুন। ১৫ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
- জেনে নিন
- শ্যাম্পু শেষে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন।
- শ্যাম্পু শেষে চুল ধুয়ে নিতে পারেন ভিনেগার মিশ্রিত পানি দিয়ে।
- চায়ের লিকার ঠাণ্ডা করে তা দিয়ে চুল ধুয়ে নিন।
- চেষ্টা করুন ভেজা চুল আঁচড়ানো থেকে বিরত থাকতে।
- প্রাকৃতিক বাতাসে চুল শুকান।
- বৃষ্টিতে ভিজলে অবশ্যই শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।