মহামারি করোনার সময় বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা কোভিড-১৯ এর ভ্যাকসিন তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভয়াবহ এ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এখন পর্যন্ত বিশ্বে কোনও ভ্যাকসিনের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়নি।তবে (সোমবার-স্থানীয় সময়) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি করোনা ভ্যাকসিনের মানবদেহে পরীক্ষার প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে।
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি করোনা ভ্যাকসিন চ্যাডক্স-১এনকোভ-১৯ এর প্রথম ধাপের ফল কয়েক ঘন্টার মধ্যে প্রকাশিত হতে যাচ্ছে।ব্রিটিশ ফার্মাসিউটিক্যালস জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন তৈরি করেছে অক্সফোর্ড।
করোনা ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিনটির কার্যকারিতা জানতে ইতোমধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে ব্যাপক পরিসরে ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে ।সাধারণত কোন ভ্যাকসিন আবিস্কারের জন্য অনেক সময় লাগে কখনো কখনো দুই থেকে দশ বছর।তবে অক্সফোর্ড বিজ্ঞানীদের এই ভ্যাকসিন সফল হলে তা হবে এক যুগান্তকারি ইতিহাস।