উচ্চশব্দে’ আযানে আপত্তি জানানো বাসিন্দার করা জোড়াল আবেদনের পরিপ্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকার ইসিপিঙ্গোর মসজিদে মাইকে আযান দেয়া নিষিদ্ধ করেছে স্থানীয় একটি আদালত।
স্থানীয় একটি মসজিদের রাস্তার বিপরীত পাশে থাকা একটি বাড়ির বাসিন্দা এই অভিযোগ জানায়।
এই অভিযোগের প্রেক্ষিতে ডারবানের কাজুলু-নাটাল হাইকোর্টের বিচারক সিডবেল এনগাদি আদালত আদেশে জানায়, মসজিদটির সড়কের বিপরীত পাশে থাকা ওই বাসিন্দার বাড়িতে যেন আযানের কোনো শব্দ না যায়।
মসজিদের বিপরীত পাশের বাসিন্দা হিন্দু ধর্মাবলম্বী চন্দ্র ইল্লোরি তালেমুদ্দীন ইসলামিক ইনস্টিটিউটের বিরুদ্ধে এই অভিযোগটি করে।
হিন্দু ধর্মাবলম্বী চন্দ্র ইল্লোরির মতে, আযানের উচ্চশব্দ তাকে তার নিজ সম্পতির মালিকানা ভোগ করতে দিচ্ছেনা।
জানা গেছে মসজিদ কর্তৃপক্ষ আদালতের এই আদেশের বিপরীতে আপিল করবে।