মহামারী কোভিড-১৯ এর কারণে সারাবিশ্ব জুড়ে চলছে ব্যাপক অর্থনৈতিক ক্ষয়ক্ষতি। এর কারণে গত ত্রিশ বছরে প্রথমবার অর্থনৈতিক মন্দার মুখোমুখি হল অস্ট্রেলিয়া।
বিবিসি থেকে জানা যায়, অস্ট্রেলিয়াতে পূর্বের তিন মাসের চেয়ে এপ্রিল-জুন মাস পর্যন্ত মোট জাতীয় উৎপাদন (জিডিপি) প্রায় ৭ শতাংশ হ্রাস পেয়েছে।
অস্ট্রেলিয়াতে ১৯৫৯ সালের পর থেকে এটাই সবচেয়ে বড় অর্থনৈতিক অধঃপতন। এর আগের কোয়ার্টারে মোট দেশজ উৎপাদন (জিডিপি) কমেছিল ০.৩ শতাংশ। আর টানা দুটি কোয়ার্টারে জিডিপি কমতে থাকায় এটি অর্থনৈতিক মন্দা হিসেবে বিবেচিত হয়েছে।
২০০৮ সালে বিশ্ব আর্থিক সংকটের পর্যায়ে অস্ট্রেলিয়া একমাত্র বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে অর্থনৈতিক মন্দা এড়াতে পেরেছিল।
অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সম্পদে চীনের ব্যাপক চাহিদা রয়েছে। আর একারণেই অস্ট্রেলিয়া অর্থনৈতিক মন্দা এড়াতে পেরেছিল।
তবে ২০২০ সালের শুরু থেকে ভয়াবহ দাবানল ও করোনার কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাপক হ্রাস পাচ্ছে। এর আগে ১৯৯০ সালের মধ্যবর্তী সময়ে মন্দায় পড়েছিল অস্ট্রেলিয়া, যার স্থায়িত্ব ছিল ১৯৯১ সাল পর্যন্ত।