অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলে ২০ জন নিহত হয়েছে, আহতের সংখ্যা অসংখ্য।দেশটির পূর্বাঞ্চলের গভর্নর এক বিবৃতিতে জানায়, ফাদা এন’গুরমা এলাকায় একটি গবাদি পশুর বাজারে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায়।এ সময় সাধারণ মানুষ বন্দুকধারীদের খুব কাছাকাছি ছিল।দ্য ট্রিবিউন এসব তথ্য জানায়।;
এদিকে এখনো পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।তবে হামলার পর পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীকে ওই অঞ্চলে অভিযানে পাঠানো হয়েছে।
সংবাদসংস্থা এপি জানায়,ইসলামিক সশস্ত্র গোষ্ঠী এই হামলার পিছনে থাকতে পারে।এর আগে জিহাদি গ্রুপ গত সপ্তাহে এক গবাদি পশু পালককে হত্যা করে।
অপরদিকে বন্দুকধারীরা মে মাসে পূর্বাঞ্চলের কোমপিয়েঙ্গা গ্রামের গবাদি পশুর বাজারে হামলা চালিয়ে ২৫ জনকে হত্যা করে ।বুরকিনা ফাসো সরকার দেশটির একাধিক সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে লড়ছে।সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে আল কায়েদা ও আইএসের যোগ রয়েছে বলেও অভিযোগ করেছে সরকার।
আর গত ৫বছরে ৯শত মানুষ সশস্ত্র সংগঠনগুলোর হাতে প্রাণ হারিয়েছে আর বাড়িঘর ছেড়ে পালিয়েছে প্রায় ৮ লাখ ৬০ হাজারের সাধারণ মানুষ।