প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার (১০ সেপ্টেম্বর) মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ। আর আক্রান্ত রোগীর সংখ্যা দুই কোটি ৭৭ লাখেরও অধিক।
রয়টার্সের হিসাব মতে, এখন পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ১ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৩ লাখ।
এর পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এখন পর্যন্ত ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ৯০ হাজারের বেশি মানুষ। আর তৃতীয় অবস্থানে থাকা ভারতে মৃত্যু সংখ্যা ৭৪ হাজার।
গত সোমবার (৭ সেপ্টেম্বর) একদিনে ৯০ হাজার ৮০২ জনের করোনা শনাক্ত করেছে ভারত। যা এখন পর্যন্ত বিশ্বে একদিনে সর্বোচ্চ আক্রান্ত।
গত বছরের ডিসেম্বর মাসে চীনে সর্বপ্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের শুরুর দিকে এটি ছড়িয়ে পরে সারাবিশ্বে। এ পর্যন্ত ২১৩টি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে।