ঐতিহাসিক স্থাপনা আয়া সোফিয়ায় ৮৬ বছরের মধ্যে প্রথমবারের মতো জুমার নামাজ আদায় করা হয়েছে।শুক্রবার (২৪ জুলাই) প্রায় এক হাজার মুসলিম ধর্মাবলম্বী এর অভ্যন্তরে নামাজ আদায় করে।অনেকে মসজিদের ভিতর জায়গা না পেয়ে জায়নামাজ বিছিয়ে বাহিরে নামাজ আদায় করে।এর আগে আদালতের এক আদেশের পর আয়া সোফিয়াকে জাদুঘর থেকে মসজিদে রুপান্তর করা হয়।
প্রতিষ্ঠার পর থেকেই নানা নাটকীয় অবস্থার মধ্য দিয়ে যায় আয়া সোফিয়া। প্রায় দেড় হাজার বছর আগে অর্থোডক্স খ্রিস্টান ক্যাথেড্রাল হিসেবে প্রতিষ্ঠিত হয় এটি। মাঝখানে কিছুদিন ভ্যাটিকান খ্রিস্টানদের অধিনে ছিল পরে ১৪৫৩ সালে অটোমান শাসকরা কনস্ট্যান্টিপোল বিজয়ের পর এটিকে মসজিদে রুপান্তর করেন।আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্কের শাসনামলে এটিকে জাদুঘরে পরিণত করা হয়।
এদিকে আয়া সোফিয়ার জুমার নামাজে উপস্থিত আছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান।তিনি বলেন, আয়া সোফিয়া মুসলিম-অমুসলিম ও বিদেশি পর্যটকসহ সকলের জন্য খোলা রাখা হবে।