বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে কাঁপছে পৃথিবী। ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশগুলোও মৃতুপরীতে পরিণত হয়েছে এ ভাইরাসের কবলে পরে। আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এর সর্বশেষ হিসাব অনুযায়ী করোনাভাইরাসে এক কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন প্রায় ৫লাখ।
রবিবার (২৮ জুন) প্রথম প্রহরে করোনার হিসাব রাখা আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এর ওয়েবসাইটে দেখা যায়, বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ৮৬ হাজার ৩৩ জনে দাঁড়িয়েছে। আর ইতিমধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ৯৯ হাজার ১০৮ জন । এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৪ লাখ ১৭ হাজার ৪২৬ জন।
মৃত্যুর হারের দিকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।দেশটিতে ২৫ লাখ ৮৩ হাজার ২৭৯জনের বিপরীতে মারা গেছে ১লাখ ২৭ হাজার ৯৮৯জন।এরপরে ব্রাজিল ১২ লাখ ৮৪হাজার ২১৪ জন এর বিপরীতে ৫৬ হাজার ১৯৭জন।আর আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রাশিয়া থাকলেও মৃত্যুর দিকে উন্নতি করেছে দেশটি।রাশিয়ায় ৬ লাখ ২৭হাজার ৬৪৬ জন আক্রান্ত আর মারা গেছেন ৮হাজার ৯৬৯ জন।