তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদ বলে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।তুরস্কের একটি আদালত আয়া সোফিয়াকে জাদুঘর তৈরী করা ঠিক ছিল না বলে রায় দেওয়ার পর এরদোয়ান এটিকে মসজিদে রূপান্তরের ঘোষণা দেন।
দেড় হাজার বছরের পুরনো আয়া সোফিয়া এক সময় ছিল বিশ্বের সবচেয়ে বড় গির্জা,পরে তা অটোমান শাসনামলে পরিণত হয় মসজিদে,আর আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্কের শাসনামলে একে জাদুঘরে রূপান্তরিত করা হয়।
রিসেপ তাইয়েপ এরদোয়ান বলছেন, আদালতের রায়ের পর নামাজ পড়ার জন্য আয়া সোফিয়াকে খুলে দেয়া হবে।আদালতের রায়ের পর সেখানে ৮৬ বছর পর আযান দেয়া হয়েছে।রাশিয়ার অর্থোডক্স চার্চ আদালতের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।গ্রীস ও ইউরোপীয় ইউনিয়ন এই ইস্যুতে তীব্র নিন্দা জানিয়েছে।