বিশ্বের প্রথম করোনাভাইরাসের ভ্যাকসিন উদ্ভাবন করার ঘোষণা দিয়েছে রাশিয়া।দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় এই ভ্যাকসিন উৎপাদনের অনুমোদন দিয়েছে।এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কন্যার শরীরে এই ভ্যাকসিনটি পুশ করা হয়েছে।খবর টিআরটি ওয়ার্ল্ড এর।
করোনা ভ্যাকসিন বাজারজাত করার বিষয়ে পুতিন জানান, ভ্যাকসিনটি মানবদেহের জন্য কতটুকু নিরাপদ সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠপর্যায়ে ছড়িয়ে না দিতে গবেষক ও স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি বলেন,’আমার মেয়ে এই ভ্যাকসিন নিয়েছে।এখন সে সুস্থ আছে।আমি অত্যন্ত ভাল বোধ করছি।’
এদিকে স্বাস্থ্যসেবাকর্মীদের জন্য সেপ্টেম্বর থেকে এই ভ্যাকসিনটি সরবরাহ করা হবে বলে জানায় রুশ স্বাস্থ্যমন্ত্রণালয়।পরে জানুয়ারিতে সবার জন্য এটি উন্মুক্ত করা হবে।