আফগানিস্তানে লগার প্রদেশে ভয়াবহ গাড়ি বোমা হামলা করেছে সন্ত্রাসবাদি গোষ্ঠি তালেবান।এ হামলায় ১৭ জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে।যদিও হামলার দায় অস্বীকার করে বিবৃতি দিয়েছে তালেবান।
এদিকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে তালেবান ও আফগান সরকারের মধ্যে শুক্রবার (৩১ জুলাই) থেকে সাময়িক অস্ত্রবিরতির কথা ছিল।অস্ত্রবিরতি কার্যকরের আগ মুহুর্তে এ হামলা হয়।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, ‘মানুষজন ঈদের কেনাকাটায় ব্যস্ত ছিলে সে সময় সন্ত্রাসীরা হামলা চালিয়ে দেশের মানুষকে হত্যা করেছে।’
তালেবান এক বিবৃতিতে এ হামলার দায় অস্বীকার করে একে দেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত বলে মন্তব্য করেছে।