আফগান সরকার ও বিদ্রোহী গোষ্ঠি তালেবান প্রতিনিধিদের সাথে যুক্তরাষ্ট্রের আফগানবিষয়ক বিশেষ দূত জালমে খালিলজাদের আলোচনা ব্যর্থ হয়েছে।আফগান সরকার ও তালেবান প্রতিনিধিদের মধ্যে বেশ কিছু দিন ধরে কাতারের রাজধানী দোহায় আলোচনা চলছিল।এতে অচলাবস্থা দেখা দেয়ার পর খালিলজাদ দুপক্ষের সঙ্গে কথা বলতে দুই সপ্তাহ আগে দোহা সফরে যান। খবর আল-জাজিরার।
তবে গত দুই সপ্তাহ ধরে তিনি দুপক্ষের সাথে আলোচনা করেও ঐক্যমতের ভিত্তিতে আফগানিস্তানে সংঘর্ষ বন্ধ করে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে কাউকে রাজি করাতে পারেননি।
এর আগে এক অঘোষিত সফরে খালিলজাদ পাকিস্তানের রাওয়ালপিন্ডি গিয়ে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।আফগান সরকারের বিরুদ্ধে তালেবানের সশস্ত্র আন্দোলনে পাক সেনাবাহিনীর একটি অংশের মদদ রয়েছে বলে অভিযোগ রয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচনের আগে আফগানিস্তানে যেন তেন একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চেষ্টা জোরদার করেছেন।যাতে করে নিজ ঘরে প্রতিপক্ষ ডোমোক্রেটদের কোণঠাসা করতে পারেন। তবে এ আলোচনায় এখন পর্যন্ত কোনো অগ্রগতি অর্জিত হয়নি।