ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পাদিত এক ঐতিহাসিক চুক্তির পরে এবার দুই দেশ নিজেদের মধ্যে টেলিফোন সেবা চালু করেছে।ফলে এখন থেকে উভয় দেশের মধ্যে সরাসরি টেলিফোন করা যাবে যেটি পূর্বে ছিল না।এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ‘ঐতিহাসিক শান্তি চুক্তির পরে পরস্পর টেলিফোন করে শুভেচ্ছা বিনিময় করেছেন’।
ইসরায়েলের যোগাযোগ মন্ত্রণালয় জানায়, সংযুক্ত আরব আমিরাতের টেলিফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো ইসরায়েলের টেলিফোন কোড উন্মুক্ত করে দিয়েছে।দেশটির যোগাযোগ বিষয়ক মন্ত্রী ইয়োয়াজ হেন্ডেল সংযুক্ত আরব আমিরাতকে স্বাগত জানিয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের ঐতিহাসিক চুক্তির বিষয়ে ঘোষণা করেন।চলতি মাসের মধ্যে ওয়াশিংটনে দুই পক্ষ চুক্তিতে স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে। এক দেশ আরেক দেশে দূতাবাস চালু করে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পদক্ষেপ গ্রহণ করবে। মুসলিম দেশ সমূহের মধ্যে ফিলিস্তিন, ইরান এর নিন্দা জানায় আর তুরস্ক রাষ্ট্রদূত প্রত্যাহারের হুমকি দেয়।