মহামারী করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেই নতুন শিক্ষা বর্ষের কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।বিশেষ ব্যবস্থাপনায় স্কুল কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছে দেশটিরপ্রেসিডেন্ট হাসান রুহানি।
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি শনিবার (০৫ সেপ্টেম্বর) এ ঘোষণা দেন।শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে ড. হাসান বলেন, গত শতাব্দীর মধ্যে স্কুল কার্যক্রমের জন্য এটি হবে সেরা বছর।
শিক্ষা মন্ত্রী হাজি মির্জায়ি জানান, করোনা প্রতিরোধের ক্ষেত্রে সকল নিয়মকানুন অবশ্যিক ভাবে মান্য করে নিজ নিজ এলাকার পরিস্থিতি বিবেচনায় রেখে স্কুলগুলো তাদের কার্যক্রম চালু করবে।করোনার কারণে চীনের পর সব থেকে দ্রুত সময়ে মৃত্যুহার বাড়তে থাকে ইরানে।ফলে গত কয়েক মাস ধরে বন্ধ ছিল দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।এতে প্রায় এক কোটি ৪৫ লাখ স্কুলগামী শিশু অনলাইনে ক্লাস করতে বাধ্য হয়েছে।
আরও পড়ুন: ১.সিরিয়ায় ইসরায়েলী হামলার নিন্দায় ইরান,রাশিয়া,তুরস্ক জোট
২.এবার গ্যাস চুক্তি থেকেও বাদ পড়ল ভারত
নতুন বছরের স্কুল কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করে প্রেসিডেন্ট রুহানি বলেন, স্কুল বন্ধ রাখার অর্থই হবে ভবিষৎ প্রজন্মকে অযত্ন-অবহেলা করা। পার্সটুডে।