কুয়েতের জেলিব আল-সুয়েখ এলাকায় বসবাসকারী বাংলাদেশি দুই নারীর লাশ উদ্ধার করেছে কুয়েত পুলিশ।
কুয়েতের স্থানীয় সময় অনু্যায়ী শুক্রবার (২৮ আগস্ট) জেলিব আল-সুয়েখ নামক একটি এলাকার বহুতলা বিশিষ্ট একটি ভবনের নিচতলা থেকে তাদের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় পুলিশের কাছ থেকে জানা যায় নিহত দুজন সম্পর্কে মা-মেয়ে। পুলিশ ধারণা করছেন তাদের দুজনকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।
কুয়েতের স্থানীয় ইংরেজি পত্রিকা দৈনিক আরব টাইমসের এক প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া যায় যে, নিহত মায়ের বয়স ৫৬ বছর এবং মেয়ে ৩১ বছর বয়সী। জানা যায় বাংলাদেশে তাদের নিজ বাড়ি ঢাকার ধামরাইয়ে।
স্থানীয় পুলিশ বিভাগ জানিয়েছেন , উদ্ধারস্থানের ফ্লাটটিতে কেবল ওই মা ও মেয়ে একাই থাকতেন। মা ও মেয়ের এমন রক্তাক্ত লাশ দেখে পুলিশ ধারণা করছে, তাদের পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে।
ইতিমধ্যে পুলিশ এ ঘটনায় পরিকল্পিত খুনের মামলা রেকর্ড করেছে। তবে এখনও লাশের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পায়নি পুলিশ।