কেন্দ্র শাসিত লাদাখের গালওয়ানে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে ঘটা সংঘাতের প্রায় সপ্তাহখানিক পর চীনা সামরিক কমান্ডার নিহতের কথা জানিয়েছে চীন।সংঘাতে সৃষ্ট চলমান উত্তেজনা কমাতে সামরিক পর্যায়ে আলোচনা করছে উভয় পক্ষ। সোমবার (২২ জুন) অনুষ্ঠিত বৈঠকে এ তথ্য জানায় চীন।
ভারতভিত্তিক সংবাদমাধ্যম এনডিটিভি এ সম্পর্কে জানায়,এক মাসেরও বেশি সময় ধরে লাদাখ সীমান্তে ভারত ও চীনা সেনাদের উত্তেজনার পর গত ১৫ জুন গালওয়ান সেনা চৌকিতে উভয় পক্ষের সংঘর্ষ হয়।এতে ভারতের ২০ সেনা নিহত ও ৭৬ সেনা আহত হয়।ভারত এতদিন দাবি করে আসছিল উক্ত সংঘাতে চীনের ৪৬ জন গুরুতর হতাহত হয়।এদিকে চীন সরকারিভাবে এতদিন কোন হতাহতের কথা জানায় নি।তবে সোমবার (২২ জুন) তারা এক সেনা কমান্ডারের মৃত্যুর কথা জানিয়েছে।