যুক্তরাষ্ট্রের হাউস্টনে অবস্থিত চীনা কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত বদল না হলে ফল ভাল হবে না বলে দেশটির প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রনালয় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বলে জানায় গার্ডিয়ান।
কনস্যুলেট চত্বরে কিছু নথি পুড়িয়ে দেওয়ার ভিডিও প্রকাশের পর হাউস্টনে অবস্থিত ঐ চীনা কনস্যুলেট ৭২ ঘন্টার মধ্যে বন্ধের নির্দেশ দেয় মার্কিন পররাষ্ট্র দফতর। এক বিবৃতি দিয়ে মার্কিন পররাষ্ট্র দফতর জানায় ‘আমেরিকান ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে সুরক্ষিত রাখার স্বার্থে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চীনা পররাষ্ট্র দফতরের মুখপাত্র ওয়াং ওয়েনবিন যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে অন্যায্য বলে উল্লেখ করে বলেন, ‘ এ ধরনের পদক্ষেপ চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য অন্তর্ঘাত।চীন এ ধরনের দমনমূলক ও অন্যায্য পদক্ষেপের কঠোর নিন্দা জানাচ্ছে।’
ট্রাম্প প্রশাসনের প্রতি কনস্যুলেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আহ্বান জানিয়েছে চীন। তা না হলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।এদিকে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন ইস্যুতে উত্তেজনা চলমান তবে বাণিজ্য ও করোনা মহামারি উত্তেজনা আরো বৃদ্ধি করেছে।কূটনৈতিক বিশ্লেষকদের মতে, হাউস্টন কনস্যুলেট বন্ধের নির্দেশ সেই উত্তেজনার ফল।