বিশ্বব্যাপী চলছে করোনা মহামারি।যেটি ছড়িয়েছে চীনের উহান থেকে। এদিকে নতুন এক ভাইরাস শনাক্ত করেছে বিজ্ঞানীরা।জি৪ইএএইচ১এন১ নামের ভাইরাসটিও ছড়িয়েছে চীন থেকে।এটিও ইনফ্লুয়েঞ্জা গোত্রের ভাইরাস।করোনার মত এটিও মহামারিতে রুপ নিতে পারে।
বিজ্ঞানীরা বলছেন, নতুন চিহ্নিত হওয়া এই ভাইরাসটি শূকর বহন করে। শূকরের মাধ্যমে মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। করোনার মত এটিও মানুষের শ্বাসযন্ত্রের ভিতরে বিস্তার ঘটাতে পারে। যারা চীনে শূকর এবং কসাইখানায় কাজ করছেন তাদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ মিলেছে।
গবেষকরা দাবি করছেন, ২০১৬ সাল থেকে এই ভাইরাস শুয়োরের মধ্যে ছড়িয়েছে ৷ করোনার মতোই জি৪ ভাইরাসও শ্বাসনালিতে সংক্রমণ ঘটায়৷ এটিতে আক্রান্তের উপসর্গ হল, হাঁচি, কাশি, শ্বাসকষ্ট, হাঁপানি এবং হঠাত্ করে শরীরের ওজন কমে যাওয়া।
দুঃখের বিষয় জি৪ ভাইরাসের কোনো প্রতিরোধ ক্ষমতা মানুষের দেহে নেই৷ তাই স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে পরিস্থিতির দিকে কড়া নজর রাখার পরামর্শ দিচ্ছে৷ এর বিরুদ্ধে কোনো হার্ড ইমিউনিটিও নেই এখনো পর্যন্ত৷ শূকরের ব্যবসায় জড়িতদের মধ্যে এই ভাইরাস সংক্রমণের হার বেশি।