জায়নবাদি ইসরাইলের সাম্রাজ্যবাদী নীতি থেকে ফিলিস্তিনকে রক্ষা করতে জাতিসংঘ পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
মঙ্গলবার ( ২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, জাতিসংঘ দখলদার ইসরাইলকে প্রতিষ্ঠায় সহযোগিতা করলেও তাদের সব রকমের সন্ত্রাসবাদ থেকে ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে ও ফিলিস্তিনের স্বাধীনতা ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, ফিলিস্তিনি জনগণের ওপর গত ৭২ বছর ধরে প্রতিদিন বর্বরতা চালাচ্ছে জায়নবাদি ইসরাইল। অথচ জাতিসংঘের দীর্ঘদিনের অন্যতম নীতি হচ্ছে- যেকোনো জাতির জন্য মুক্তি, স্বাধীনতা প্রতিষ্ঠা করা। বিবৃতিতে জাতিসংঘের বিভিন্ন পদক্ষেপের কড়া সমালোচনা করে হামাস। ভুল সংশোধন ও ইসরাইলি বর্বরতার অবসান ঘটাতে ফিলিস্তিনকে সাহায্য করতে সংস্থাটির প্রতি আহ্বান জানিয়েছে হামাস।