প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ৬মাস বন্ধ ছিল ওমরাহ হজ্ব। তবে আগামী ৪ঠা অক্টোবর থেকে ওমরাহ পালনের জন্য কাবা ঘর খুলে দিচ্ছে সৌদি সরকার। খবর আরব নিউজের।
গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ওমরাহ পালনের জন্য কাবা ঘর খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। আগামী মাস থেকেই মুসল্লিরা আবারও ওমরাহ পালন করতে পারবেন।
দীর্ঘদিন ধরে কাবা বন্ধ থাকায় এ বছর অনেক মুসল্লি ওমরাহ পালন করতে পারেননি। তাই মুসল্লিরা অনেক হতাশার মধ্য দিয়ে যাচ্ছিলো। তবে এটা তাদের জন্য আনন্দের খবর যে শীঘ্রই তারা ওমরাহ পালন করতে পারবেন।
তবে সৌদি সরকার প্রথমেই সকলকে ওমরাহ্ পালনে অনুমুতি দিবেন না। প্রথম ধাপে শুধুমাত্র সৌদির নাগরিক ও বাসিন্দারা ওমরাহ পালনের অনুমতি পাবেন বলে জানিয়েছেন তারা।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, আগামী ৪ অক্টোবর থেকে কাবা ঘর খুলে দেয়ার পর প্রতিদিন সৌদির প্রায় ৬ হাজার নাগরিক ও বাসিন্দা ওমরাহ পালনের জন্য অনুমতি পাবেন।
তবে সৌদির বাইরের বিদেশি পর্যটকরা ওমরাহ্ পালনে অনুমুতি পাবে আগামি ১ নভেম্বর থেকে। সৌদি মন্ত্রণালয় জানায়, আগামী ১ নভেম্বর থেকে প্রতিদিন প্রায় ২০ হাজার হজযাত্রীকে ওমরাহ পালনের অনুমুতি দেওয়া হবে।