নতুন করে শ্বাসকষ্টের সমস্যায় পড়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফের হাসপাতালে ভর্তি হয়েছেন।ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টা নাগাদ দিল্লির এআইআইএমএস (অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স) হাসপাতালে ভর্তি হয়েছেন অমিত।
আরো পড়ুন:-
১.‘দ্বি-মুখী হামলার’ আশঙ্কায় ভারত
২. আশুরার তাজিয়া মিছিলে কাশ্মীর পুলিশের গুলি, আহত ৪০
এর আগে করোনা পরবর্তী চিকিৎসা শেষে কয়েকদিন আগেই হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন অমিত শাহ।এদিকে কলকাতাভিত্তিক সংবাদ মাধ্যম জানায় , করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠলেও শ্বাসকষ্টে ভুগছেন অমিত শাহ; যে কারণে চিকিৎসকদের পরামর্শে শনিবার (১২ সেপ্টেম্বর) মধ্যরাতে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাকে। তবে এই মুহূর্তে তিনি ভালো আছেন।
হাসপাতাল সূত্র বলেছে, আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন অমিত শাহ।বর্তমান পরিস্থিতিতে অমিত শাহের পক্ষে হাসপাতালে ভর্তি থাকা সবচেয়ে ভালো। এতে করে তার শারীরিক অবস্থার ওপর সর্বক্ষণ নজর রাখা সম্ভব হবে।