লাদাখের গালওয়ানে ভারত-চীনের মধ্য সাম্প্রতিক সংঘাতে ভারতের পাশে থাকার কথা জানিয়েছে জাপান।সীমান্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধানের পাশাপাশি লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল এর স্থিতিবস্থার বিরোধিতাও করেছে টোকিও।খবর-এনডিটিভি।
দীর্ঘ একমাসের বেশি সময় ধরে উভয় পক্ষের মধ্যে চলা উত্তেজনা গত ১৫জুন সংঘাতে পরিণত হয়।এতে ভারতের ২০জন নিহত ও ৭৬জন আহত হয়।আর চীন একজন সেনা কমান্ডার মারা যাওয়ার কথা স্বীকার করেছে।তবে দুই দেশ ‘লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল’ লংঘনের অভিযোগ করেছে।
এদিকে ভারত বর্তমান সংঘাত নিয়ে জাপানকে অবহিত করেছে।ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা দেশে নিযুক্ত জাপানি দূত সাতোশি সুজুকির সাথে আলোচনা করেন।পরে সুজকি এক টুইট বার্তায় ভারতের পাশে থাকার কথা ব্যক্ত করে।