মহামারী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে বিশ্বের করোনা সংক্রামণে শীর্ষ দেশগুলো। আর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ তালিকায় নতুন করে যোগ হয়েছে বাংলাদেশসহ আরো ৯ টি দেশ।
দেশটির সরকার জানায়, করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে এরকম সিদ্ধান্ত নিয়েছে তারা। শুধু কর্মী বা পর্যটকরাই নয়, এমনকি যাদের মালয়েশিয়ার নাগরিকত্ব রয়েছে তারাও যেতে পারবেন না।
নতুন করে নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল, ফ্রান্স, স্পেন, ইতালি, সৌদি আরব, রাশিয়া এবং বাংলাদেশ।
মালয়েশিয়া এর পূর্বে ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ভারতকে নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করেছিল।
মালয়েশিয়ার মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোবের কাছ থেকে জানা যায়, যেসব দেশে প্রায় দেড় লাখেরো বেশি করোনা ভাইরাসের আক্রান্ত রয়েছে , মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞার তালিকায় ঐসব দেশকে অন্তর্ভুক্ত করা হবে।
আরো জানা যায়, এই নিষেধাজ্ঞার তালিকায় স্থায়ী বাসিন্দা, প্রবাসী, শিক্ষার্থী, স্বামী/স্ত্রী ভিসা অথবা মালয়েশিয়ায় যাদের দ্বিতীয় বাসভবন আছে তাদেরকেও বাদ দেয়া হবে না।