করেনার বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে সৌদি আরব পক্ষ থেকে সীমিত পর্যায়ে হজ পালনের সিদ্ধান্ত নিয়েছে, একে স্বাগত জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।বুধবার(২৪জুন) জেনেভায় করোনাভাইরাস নিয়ে ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রোস আধানম দেশটির সিদ্ধান্তকে স্বাগত জানায়।
এদিকে সৌদি জানায়, যারা সৌদি আরবে অবস্থান করছেন এমন ১ হাজার জন পবিত্র হজ পালন করতে পারবেন। গত বছর যার সংখ্যা ছিল প্রায় ২৫ লাখ মানুষ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা পবিত্র হজ পালনে অংশ গ্রহণ করে থাকেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন,প্রতিবছর বিশ্বে একমাত্র হজ পালনে সবচেয়ে বেশি মানুষ জড়ো হন।হজযাত্রীদের সুরক্ষা ও সংক্রমণের ঝুঁকি হ্রাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুসারে ঝুঁকি মূল্যায়ন এর ভিত্তিতে সীমিত আকারে হজ্ব পালনের সিদ্ধান্তটি আসে বলেও মন্তব্য করেন।