সৌদি রাজপুত্র আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ বিন তুর্কি আল সাউদ মারা গেছেন।সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার (১৫ আগস্ট) তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। খবর আরব নিউজ এর।
ব্রিটেনের হার্ডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্মাতক সম্পন্ন করা আবদুল আজিজ ১৯৬২ সালের ২৭ অক্টোবর রিয়াদে জন্মগ্রহণ করেন। তিনি অর্থনীতি বিষয়েও ডিগ্রি অর্জন করেন।সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের পঞ্চম পুত্র ছিলেন তিনি।
১৯৯১ সাল থেকে সৌদি আরবের ন্যাশনাল গার্ডের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০১১ সালে বাদশাহ আবদুল্লাহর পক্ষ থেকে উপপররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি।এছাড়াও যুবরাজ আবদুল্লাহ বিন আবদুল আজিজের উপদেষ্টা হিসেবেও কাজ করেন তিনি।