আল্লাহর সন্তুষ্টির জন্য হজ্ব পালনের নিয়ত করেছিলেন আরিফ শাহ দম্পতি।তারা ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরের অধিবাসী।হজ্ব পালনের জন্য জমিয়েছিলেন ও ১০ হাজার ডলার।হজ্বে যেতে না পারায় সেই টাকা দরিদ্রদের মাঝে দান করে দিয়েছেন তারা।
আরব নিউজ জানায়,হজ্ব পালনের জন্য সরকারিভাবে নিবন্ধন করেছিলেন সুরাটের বাসিন্দা আরিফ শাহ দম্পতি।তবে এবার মহামারী করোনা ভাইরাসের কারণে সীমিত পরিসরে হজ্ব সম্পাদিত হচ্ছে।যার ফলে সৌদি আরবের বাহিরের কেউ হজ্বে অংশগ্রহণ করতে পারছেন না।তাই হজ্বের জন্য জমানো টাকা দরিদ্রদের মাঝে দান করে দিয়েছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে আরব নিউজকে আরিফ শাহ (৪৮) বলেন, এ বছর আল্লাহ আমাদের জন্য হজ্ব নসিব করেননি। তাই জমানো সব টাকা আমরা করোনায় বিপর্যস্ত মানুষের মাঝে বিতরণ করছি।