১৯ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১৩তম আসর। আইপিএলের এবারের আসর আয়োজন হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ৩টি ভেন্যুতে।
গত সোমবার(২০ জুলাই) করোনা ইস্যুতে স্থগিত হয় অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর কিছুদিনের ব্যবধানেই নিশ্চিত হয় এবারের আইপিএলের সূচী।
শুক্রবার (২৪ জুলাই) আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, আগামী ১৯ সেপ্টেম্বর হতে ৮ নভেম্বর পর্যন্ত দুবাই, শারজা ও আবু ধাবিতে অনুষ্ঠিত হবে আইপিলের ১৩তম আসরের ৬০ টি ম্যাচ। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনও আইপিএলকে ভারতের বাইরে আয়োজন করার জন্য সরকারের কাছ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে।
এরই মধ্যে আসরটিতে অংশগ্রহনকারী ৮টি ফ্র্যাঞ্চাইজিকে আইপিএল শুরুর দিনক্ষণ জানিয়ে দেয়া হয়েছে। আগামী ২০ই আগস্টের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো আমিরাতে পারি জমাবে। এতে করে ফ্র্যাঞ্চাইজিগুলো অনুশীলনের জন্য ৪ সপ্তাহ সময় পাবে।