প্রাণঘাতী কোভীড-১৯ এ আক্রান্ত হলেন বিশ্বের দ্রুততম মানব ও আটবারের অলিম্পিকজয়ী কিংবদন্তি জ্যামাইকান তারকা স্প্রিন্টার উসাইন বোল্ট।
গত ২২ই আগস্ট (শনিবার) উসাইন বোল্ট তার করোনা পরিক্ষা করান। এবং জ্যামাইকার স্বাস্থ্য মন্ত্রণালয় তার করোনা পজিটিভ নিশ্চিত করেন।
গত ২১ আগস্ট (শুক্রবার) নিজের ৩৪ তম জন্মদিন পালন করেন এই জ্যামাইকান তারকা। আর এই আয়োজনে তাকে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে করোনার মাঝে জনসমাগমে দেখা যায়। জন্মদিনের এই পার্টি চলে সারারাতভর।
এমন মহামারির মাঝে বোল্টের জন্মদিন উদযাপন করার তীব্র সমালোচনা জানায় নেটিজেনরা। আর এরপরেই খবর পাওয়া গেলো বোল্টের করোনায় আক্রান্ত হওয়ার। খবর পাওয়া গেছে এই জন্মদিনের পর থেকে যারা বোল্টের সংস্পর্শে এসেছেন তাদেরও করোনা পরিক্ষা করা হচ্ছে ।