প্রানঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আবু জায়েদ রাহী। গতকাল (২২ সেপ্টেম্বর) করা করোনা টেস্টের রিপোর্টে করোনা পজিটিভ আবু জায়েদ রাহী।
গত ১৮ সেপ্টেম্বর প্রথম দফায় করোনা টেস্ট করান অনুশীলনে থাকা সকল ক্রিকেটার। এই টেস্টের সকলেই করোনা নেগেটিভ আসে। তবে দুজন ছিলেন বর্ডার লাইনে (বর্ডার নেগেটিভ)। ফলে ১৬ জন অনুশীলনও করলেও বাকি ১১ জনকে দূরে রাখা হয়েছিল।
কিন্তু ৪ দিনের ব্যবধানে ২য় দফায় করোনা টেস্ট করা হয় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)। এতে ২৭ জনেরই করোনা টেস্টের জন্য নমুনা নেওয়া হয়। আর এ টেস্টের রিপোর্ট একদিন পরেই ২৩ সেপ্টেম্বর পাওয়া গেছে। তাতেই দেখা যাচ্ছে রাহীর করোনা পজিটিভ। আর ক্যাম্পে বাকি ২৬ জন নেগেটিভ।
বিসিবির প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, পেস বোলার আবু জায়েদ চৌধুরী রাহী ছাড়া বাকি সবার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আবু জায়েদ রাহীকে আইসোলেশনে রেখে করোনা ভাইরাস গাইডলাইন মেনে চিকিৎসা দেওয়া হচ্ছে।