বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।শনিবার (০৩ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটাররা ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। এদিকে শুরু হয়েছে ভোটগণনা। তবে সব পক্ষই জয়ের ব্যাপারে আশাবাদী।
নির্বাচনের প্রক্রিয়া সহজ করতে এবার নির্বাচন কমিশন আটটি আলাদা বুথ করেছে। এতে সোনারগাঁও হোটেলের ভোট কেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই বেশিরভাগ ভোট বাক্সে পড়েছে। ১৩৯ জন ভোটার থাকলেও, ভোট দিয়েছেন ১৩৫জন।
বাফুফে নির্বাচনের পরিস্থিতি সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন জানান, নির্বাচন সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। কোনও অভিযোগ ছিল না। স্বাস্থ্য সুরক্ষা মেনেই সব কিছু হয়েছে।’
অপরদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব ভোট গণনা করে নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে।