বিষয়টা হওয়ারই ছিল। বায়ার্ন মিউনিখের কাছে লজ্জাজনকভাবে ৮-২ গোলে পরাজয়ের পর যে প্রথম ঝড়টা কোচের উপর দিয়ে যাবে, সেটা সবাই মনে করেছিল। এমনকি স্বয়ং কোচও জানিয়েছিলেন, এমনটা হতে পারে। কঠিন সিদ্ধান্তটা শেষ পর্যন্ত নিয়েই নিলো বার্সেলোনা। বায়ার্নের কাছে লজ্জাজনকভাবে পরাজয়ের পর আজ সেতিয়েনকে আনুষ্ঠানিকভাবেই বরখাস্ত করলো কাতালান ক্লাবটি।
দায়িত্ব নেয়ার পর মাত্র ৭ মাস স্থায়ী হলো তার চাকরির মেয়াদ। শেষ পর্যন্ত চরম লজ্জা মাথায় নিয়ে বার্সা ছাড়তে বাধ্য হচ্ছেন কোচ সেতিয়েন।
তাকে বরখাস্ত করার পেছনে বড় কারণের একটি হচ্ছে ড্রেসিংরুমে গ্রুপিং তৈরি হওয়াটা ঠেকাতে না পারা।