আগামী মাসেই শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল টাইগারদের। তবে তা এখন অনিশ্চিত। শ্রীলঙ্কা সফর নিয়ে এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেননি বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে সফরে যাওয়ার আগেই না বলে দিলো টাইগার স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি।
বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়ে বেশ কিছুদিন ধরেই ঘটে চলছে সব অঘটন। কয়েকদিন আগেই শ্রীলঙ্কা সফরের জন্যে নিয়োগ পাওয়া ব্যাটিং পরামর্শক ক্রেইগ ম্যাকমিলান কাজ করার পূর্বেই না বলে দিয়েছেন। এরপর আবার না এর কাতারে যোগ দিলেন সাকিব-তাইজুল দের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি।
এই সিরিজের জন্য শ্রীলঙ্কার দেয়া শর্তের মধ্যে একটি হচ্ছে কোয়ারেন্টাইন। আর জানা গেছে, কোয়ারেন্টাইনের কারণে শ্রীলঙ্কা সফরে টাইগারদের সাথে কাজ করতে না বলে দিয়েছেন ভেট্টোরি।
তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি তিনি। তবে ইতিমধ্যে টাইগারদের অনুশীলনে যোগ দিয়েছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো, পেসার কোচ ওটিস গিবসন এবং ফিল্ডিং কোচ রায়ান কুক। পাশাপাশি দলে যোগ দিয়েছেন ট্রেনার নিক লি।