বঙ্গবন্ধুর স্মৃতিকে স্মরণ করে জাতীয় শোক দিবসে রাজধানীর ধানমণ্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চালু হয়েছে ‘গণস্বাস্থ্য প্লাজমা সেন্টার’।শনিবার (১৫ আগস্ট) প্লাজমা সেন্টারটি উদ্বোধন করা হয়।ঢাকা মেডিকেল কলেজের হেমাটো-অনকোলোজি বিভাগের অধ্যাপক ডা. এমএ খান প্লাজমা সেন্টারটি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমাদের প্লাজমা সেন্টার ২৪ ঘণ্টা খোলা থাকবে। সারাদেশের মানুষ এখান থেকে প্লাজমা নিতে পারবে। প্রাথমিক অবস্থায় আমরা প্রতিদিন ২৫ জনকে প্লাজমা দিতে পারব।এ সময় তিনি যারা করোনামুক্ত হয়েছেন তাদেরকে এই প্লাজমা সেন্টারে এসে রক্ত দিতে আহ্বান জানান।
দেশের প্রতিটি জেলায় প্লাজমা সেন্টার করার হওয়া দরকার জানিয়ে তিনি জনগণকে এ সম্পর্কে উৎসাহিত করতে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।