ট্রাফিক বাতির সংকেত রাজধানীর রাস্তার মোড়ে মোড়ে। গাড়িগুলো থামে লাল বাতি জ্বলতে দেখে। অপেক্ষা করে হলুদ বাতি দেখলে। আর অবাধে এগিয়ে যায় সবুজ বাতি জ্বলতে দেখে।
কিন্তু ধানমন্ডি ৭ শহরের অন্যতম ব্যস্ত সড়কে দেখা গেলো ভিন্ন চিত্র। ট্রাফিক সিগন্যাল বাতি জ্বললো কি জ্বললো না সেটা বিষয় নয়, গাড়ি নিয়ন্ত্রণ ট্রাফিক পুলিশের হাতের ইশারায় হয়।
আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের এই সড়কের সামনের পয়েন্টে দেখা যায়, গাড়ি এগিয়ে চলছে সংকেত বাতিতে লাল আলো জ্বলে থাকলেও। অন্যদিকে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে ট্রাফিক পুলিশ সদস্যকে হিমশিম খেতে হচ্ছে।
পুলিশ জানান, অধিকাংশই নষ্ট এসব বাতির।
সরকার ঢাকার যানজট নিরসনে একের পর এক প্রকল্প গ্রহণ করলেও বাস্তবায়িত হচ্ছে না তা সমন্বয়হীনতার অভাবে। দেশ ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে এগিয়ে গেলেও এনালগ পদ্ধতিতে চলছে ট্রাফিক সিস্টেম। কোন সিগন্যাল মানা হচ্ছে না।
গাড়িগুলো থামে লাল বাতি জ্বলতে দেখে। অপেক্ষা করে হলুদ বাতি দেখলে। আর অবাধে এগিয়ে যায় সবুজ বাতি জ্বলতে দেখে। প্রায় সবাই নগরবাসী এই নিয়ম জানেন। নিয়ম জানা সত্ত্বেও অপেক্ষায় থাকতে হয় ট্রাফিক পুলিশের হাতের ইশারার জন্য।
লাল,হলুদ বা সবুজ যে বাতিই জ্বলুক না কেন, অপেক্ষায় থাকছেন গাড়িচালকরা হাত উঁচিয়ে ট্রাফিক সদস্যদের সংকেত দেয়ার দিকে।