আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা।
জানা যায়, ঢাকা সফরের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্পর্ক মজবুতের লক্ষ্যেই ঢাকায় আসছেন তিনি।
সাধারণত এ ধরনের সফরের সময় সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়। অনেকে সফরের ব্যাপারটি নিশ্চিত করলেও এ বিষয়ে অগ্রিম কোনো ঘোষণা দেয়া হয়নি।
একদিনের সফরে বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন হর্ষবর্ধন শ্রিংলা। তিনি আজ সন্ধ্যায় এসে ফিরে যাবেন কাল সকালে।
এসময় পর্যালোচনা করা হবে দ্বিপক্ষীয় সহযোগিতার সার্বিক বিষয় । করোনা ভাইরাসের মধ্যে আকস্মিক এ সফরকে খুবই গুরুত্বপূর্ন বলে মনে করছেন অনেকেই।