তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।বুধবার(০২ জুলাই) এ সংঘর্ষ হয়।এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়।পরে আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেয়।
ছাত্রলীগ নেতাকর্মীদের অভিযোগ, করোনাভাইরাসের মহামারীর মধ্যেও টিএসসি এলাকায় প্রচুর জনসমাগম ঘটে।এতে করে টিএসসিতে অবস্থানরত স্বেচ্ছাসেবকদের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবণতা থাকায়, তারা জনসমাগম যাতে না হয় সেজন্যে বহিরাগতদের টিএসসি ছেড়ে যেতে নির্দেশ দেয়।এ সময় ছাত্রদলের শাখা আহবায়ক মাহফুজুর রহমানের সাথে কবি জসীমউদদীন হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ও হল শাখা ছাত্রলীগের নেতা ইমাম হাসানের কথাকাটি হয়।এ কথা কাটাকাটি পরে সংঘর্ষেরূপ নেয়।
এদিকে ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, পরিকল্পিতভাবে ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকতের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা করে।একইসাথে ছাত্রদলের নারী নেত্রীদের লাঞ্চণা করে।
অভিযুক্ত সৈকত বলেন,এটি সম্পূর্ণ মিথ্যাচার।আমার সম্মানহানীর জন্য ছাত্রদল এরুপ মিথ্যাচার করছে। বরং উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রদল স্বেচ্ছাসেবকদের উপর হামলা চালিয়েছে।