বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ঢাকায় পৌছেছেন। সোমবার (০৫ অক্টোবর) সকাল ১০টা নাগাদ সড়কপথে আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি।এ সময়
তাকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর-এ-আলম, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মিজানুর রহমান।এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিন্দ ব্যানার্জী ও দ্বিতীয় সচিব সুভাশীষ সিনহা।
এ সময় বাংলাদেশ ভারত সম্পর্ক আগামীতে কেমন হবে জানতে চাইলে বলেছেন, ‘বাংলাদেশ ভারতের সবচেয়ে কাছের বন্ধুরাষ্ট্র। এই বন্ধুরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট ও আরও বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাবো।দুই দেশের অত্যন্ত উন্নত সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।’
তিনি বলেন, ‘আমি বাংলা কিছুটা বুঝতে পারি। তবে বলতে পারি না। শিখতে চাই। সামনের দিনে আপনাদের সঙ্গে বাংলায় কথা বলার ইচ্ছে আছে।’
চিকিৎসাসহ অন্যান্য জরুরি ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ ও এদেশের মানুষ আমাদের বন্ধু। যোগাযোগ বৃদ্ধির জন্য ভিসা ব্যবস্থা চালু করা আবশ্যক।’
তিনি আরো বলেন, ‘ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের গুরুত্বসহ দুই দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। এই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে আমার আন্তরিক চেষ্টা থাকবে। নৌ, রেল ও সড়ক পথ উন্নয়ন এবং বাণিজ্য সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব দেওয়া হবে।’