দীর্ঘ পাঁচ মাস পর পুনরায় ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ইউএস-বাংলা এয়ারলাইনস ফ্লাইট শুরু করতে যাচ্ছে।করোনা মহামারির কারণে বন্ধ হওয়া এই যাত্রীসেবা বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের সব ধরনের স্বাস্থ্যবিধি ও ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা মেনে শুরু হতে যাচ্ছে। আগামী ১৬ আগস্ট থেকে প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন ঢাকা থেকে মালয়েশিয়ার রাজধানীতে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলার কর্তৃপক্ষ।
বুধবার (১২ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা জানায়,প্রতি সপ্তাহের রবিবার ও বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে ইউএস-বাংলার ফ্লাইট।একই দিন কুয়ালালামপুর থেকে স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে ফিরতি ফ্লাইট।