ত্বক ফর্সাকারী ও ত্বকের যত্ন নিয়ে বিজ্ঞাপন দেওয়া ‘ফেয়ার অ্যান্ড লাভলী’ তাদের নামের থেকে ‘ফেয়ার’ শব্দটি বাদ দিচ্ছে। আর এ কারণে পরিবর্তন হবে ‘ফেয়ার এন্ড লাভলী’র নাম। বৈশ্বিক প্রতিষ্ঠান ইউনিলিভারের পক্ষে ইউনিলিভার বাংলাদেশ এ তথ্য জানিয়েছে।বিশ্বজুড়ে চলমান বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে ইউনিলিভার এই সিদ্ধান্ত নিয়েছে।
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) বৃহস্পতিবার (২৫জুন) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সার্বজনীন সৌন্দর্যের লক্ষ্যে সামনে রেখে ব্র্যান্ডকে এগিয়ে নিতে ‘ফেয়ার অ্যান্ড লাভলী’ নাম থেকে ‘ফেয়ার’ শব্দটি ব্যবহার বন্ধ করা হবে। ব্র্যান্ডটির নতুন নাম অনুমোদনের অপেক্ষায় রয়েছে।অনুমোদন হলেই নামটি পরিবর্তন হবে বলে আশা করা যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত দশক থেকে ‘ফেয়ার অ্যান্ড লাভলী’র বিজ্ঞাপন প্রচারণায় নারী ক্ষমতায়নের বার্তাটি যথেষ্টভাবে তুলে ধরা হয়েছে।সৌন্দর্যের ক্ষেত্রে এমন একটি সামগ্রিক মানদণ্ড অবলম্বন করা ব্র্যান্ডটির লক্ষ্য, যা অবশ্যই সার্বজনীন ও বৈচিত্র্যময় এবং সবখানে সবার কথা মাথায় রাখে।