অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন,’ বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ(সিপিডি) আন্দাজের ভিত্তিতে কথা বলে’।প্রবৃদ্ধি নিয়ে সিপিডির বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সিপিডি কিসের ভিত্তিতে কথা বলে? আন্দাজের ভিত্তিতে কথা বলে। আয়কর বিভাগের রাজস্ব আদায় পরিকল্পনাসংক্রান্ত সভা শেষে সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী প্রতিক্রিয়ায় বলেন, ‘আমাদের খাল-বিল, নদী-নালা, শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান এবং গ্রামীণ অর্থনৈতিক অবস্থা সবকিছু দেখলেই বোঝা যাবে বাংলাদেশের অবস্থান কোথায় আছে।’তিনি সিপিডির প্রতি অভিযোগ করে বলেন,’সিপিডি শুধু বলে বেড়ায়।আমরা যা বলি তা করার চেষ্টা করি।’
অর্থমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘সিপিডি সিপিডির কাজ করবে। আমরা আমাদের মতো কাজ করবো। আমরা কাজ করছি সেটা বিশ্বাস করবেন, না করবেন সেটা আপনাদের ব্যাপার।’
এর আগে বিদায়ী অর্থ বছরে প্রবৃদ্ধি ৫ দশমিক ২৪ শতাংশ হয়েছে বলে সরকারের এমন দাবির প্রেক্ষিতে সিপিডি এক প্রতিক্রিয়ায় জানায়, ‘জিডিপির প্রবৃদ্ধির হারের সংখ্যাটি এখন রাজনৈতিক সংখ্যা হয়ে গেছে’।