চলচ্চিত্র অভিনেতা নিরবের সঙ্গে জুটি বাঁধছেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ‘ছায়াবৃক্ষ’ নামের একটি সিনেমায় একসাথে কাজ করবেন তারা।এর আগে গত রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন এ দুই তারকা।
আরো পড়ুন:-
১.এবার সারার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
২. অভিনেত্রী রিয়া চক্রবর্তী গ্রেফতার
অনুষ্ঠানে নিরব-অপুর পাশাপাশি উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারসহ সিনেমাটির প্রযোজক, পরিচালক ও অভিনেতারা।
অনুদানের সিনেমা ছায়াবৃক্ষ প্রসঙ্গে নিরব বলেন, ‘ছায়াবৃক্ষ’ গল্পনির্ভর একটি সিনেমা। চা বাগানের শ্রমিকদের জীবন নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ হবে। আগামী মাসের প্রথম দিন থেকে শুটিং হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি। এদিকে ২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে ৫০ লাখ টাকা অনুদান পায় ‘ছায়াবৃক্ষ’ সিনেমা। অনুপম কুমার বড়ুয়ার প্রযোজনায় এই সিনেমাটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস।