টাইগার শ্রফ বলিউডের মেধাবী অভিনেতা। ২০১৪ সালে চলচ্চিত্রে অভিষেক হয় ‘হিরোপান্তি’ সিনেমার মাধ্যমে। এই ‘চকলেট বয়’ দর্শক মনে খুব অল্প সময়ে স্থায়ী জায়গা করে নেন।
এবার টাইগার আত্মপ্রকাশ করতে যাচ্ছেন গায়ক হিসেবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে গানের একটি মোশন পোস্টার পোস্ট করে টাইগার শ্রফ এই তথ্য জানান।
ক্যাপশনে টাইগার শ্রফ লিখেন—সবসময় নাচ ও গান করার চেষ্টা করেছি। কিন্তু সাহসের জন্য এগিয়ে নিয়ে যেতে পারিনি। কাজের জন্য লকডাউনের সময় প্রচুর সময় ব্যয় করেছি। নতুন কিছু আবিষ্কার করেছি এ সময়। অবিশ্বাস্য অভিজ্ঞতা এটি, যা আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
অপরদিকে বলিউড অভিনেত্রী দিশা পাটানির সাথে চুটিয়ে প্রেম করছেন টাইগার শ্রফ। দিশাও দারুণ উচ্ছ্বসিত প্রিয় মানুষের নতুন পথচলার বিষয়টি নিয়ে, তার যেন তর-ই সইছে না। মোশন পোস্টারটি শেয়ার করে দিশা লিখেছেন—অপেক্ষা করতে পারছি না।