ইয়েমেনে হাজারও মানুষকে মানবেতর অবস্থায় বসবাস করতে হচ্ছে। দুই ব্রিটিশ শিশু এগিয়ে এসেছিল এমন মানুষের পাশে কিছুটা হলেও যেন দাঁড়ানো যায়। টেবিল পেতে তারা বাড়ির সামনের রাস্তায় লেমোনেড ও কুকি বিক্রির ‘দোকান’ খুলেছিল। হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির ইয়েমেনের নিপীড়িত মানুষকে সহায়তা করতে এই শিশুদের উদ্যোগ মন ছুঁয়ে গেছে। আর সে কারণেই এই শিশুদের পাশে তিনি দাঁড়িয়েছেন। পাঠিয়েছেন অনুদান। তবে অনুদানের পরিমাণটা অবশ্য প্রকাশ করেননি। সিএনএনের খবরে বলা হয়, আয়ান মুসা ও মিকাইল ইশা পূর্ব লন্ডনের ছয় বছর বয়সী দুই ব্রিটিশ স্কুলশিক্ষার্থী খুব ভালো বন্ধু। দাতব্য উদ্দেশ্য নিয়ে গত জুলাইয়ে তারা ওই দোকান খুলেছিল। আয়ান মুসার বাবা শাকিল মুসা জানিয়েছেন, একজন এজেন্টের মাধ্যমে সপ্তাহতিনেক আগে তাদের সাথে হলিউড সুপার স্টার অ্যাঞ্জেলিনা জোলি যোগাযোগ করেন। রাস্তায় দোকান বসিয়ে বাচ্চারা যে উদ্দেশ্য নিয়ে অর্থ সংগ্রহ করছিল, ঠিক একই উদ্দেশ্যে তাদের জন্য জোলি অনুদান দিতে চান বলে জানান ওই এজেন্ট। ওই অনুদানের অর্থ এ সপ্তাহেপাঠিয়ে দিয়েছেন তিনি।
২৩ অক্টোবর আসছে ‘ঊনপঞ্চাশ বাতাস’
নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের নতুন চলচ্চিত্র প্রেক্ষাগৃহে আসছে চলতি মাসেই।‘ঊনপঞ্চাশ বাতাস’ বাতাস নামক চলচ্চিত্রটি ২৩ অক্টোবর ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি...