বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল । আগামী ৩০ অক্টোবর মুম্বাইতে বিয়ে করতে যাচ্ছেন। বর ব্যবসায়ী গৌতম কিচলু।আর বিয়ে উপলক্ষে ইনস্টাগ্রামে প্রি-ওয়েডিং ছবি প্রকাশ করেছেন হবু দম্পতি। যা নেটিজনদের হৃদয় কেড়েছে। ছবি প্রকাশ করেছেন কাজলের হবু স্বামী গৌতম কিচলু।আর কমেন্ট বক্সে কাজল হৃদয়ের ইমোজি শেয়ার করে লিখেছেন– এমনকি এই ছবিতেও ভালোবাসার প্রতিফলন দেখা যাচ্ছে।
এদিকে এর আগে ও একবার এই অভিনেত্রীর ব্যাচেলর পার্টির ছবি প্রকাশ পেয়েছিল।তখন ছবিগুলো প্রকাশ করেছিলেন কাজলের ছোট বোন নিশা আগরওয়াল।
জানা গেছে, ২০২০ সালের ৩০ অক্টোবর মুম্বাইয়ে গৌতম কিচলুর সঙ্গে ছোটপরিসরে পারিবারিক আয়োজনে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কাজল। কাজল জানিয়েছেন, মহামারী করোনাভাইরাসের কারণে ঘরোয়া পরিসরে বিয়ের আয়োজন হতে যাচ্ছে।
গত আগস্টে বিলিওনিয়ার ব্যবসায়ী গৌতমের সঙ্গে গোপনে আংটিবদলের খবর রটেছিল কাজল আগরওয়ালের। সেই সময় এই অভিনেত্রী মুখ খোলেননি।