বলিউড অভিনেত্রী মিষ্টি মুখোপাধ্যায় মারা গিয়েছেন।তিনি তেলেগু ও কোলকাতা ভিত্তিক বাংলা ছবিতেও কাজ করেছিলেন।শুক্রবার (০২ অক্টোবর) বেঙ্গালুরুর এক নার্সিং হোমে তিনি মারা যান বলে জানিয়েছে নিউজ এইটিন৷
এদিকে অভিনেত্রীর পরিবারের সাথে কথা বলে জানা যায়,কিডনি ফেইলিওর হয়ে এই অভিনেত্রী মারা যান।তবে এর পিছনে দায় আদতে কিটো ডায়েটের।নিজের চেহারা ও দৈহিক গড়ন আকর্ষণীয় করে রাখতে বেশ কিছু দিন ধরে কিটো ডায়েট মেনে চলছিলেন ২৭ বছর বয়সী মিষ্টি।
বলিউডে সুভাষ ঘাইয়ের পরিচালনায় ‘কাঞ্চি, দ্য আনব্রেকেবল’ নামে এই ছবির মাধ্যমে বলিউডে প্রবেশ করেন মিষ্টি।এছাড়াও তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো- ‘ম্যায় কৃষ্ণা হু’, ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘বেগমজান’ ‘মণিকর্ণিকা’, ।
২০১৪ সালে পর্নোগ্রাফি ছবির এক মামলায় মিষ্টির বাবা ও ভাই গ্রেফতারও হয়েছিলেন।