বাংলা নাটকে কমেডির চাপে থ্রিলার এর কাজ খুব কমই হয়।কারণ হিসেবে রয়েছে বাজেট স্বল্পতা।ছোটপর্দায় এবার মোশাররফ-জুঁই দম্পতি হাজির হচ্ছেন ‘গিরগিটি’ নামে থ্রিলার ঘরানার এক সিরিজ নিয়ে।
রায়হান খান পরিচালিত ‘গিরগিটি’ নামে ৭ পর্বের এই সিরিজটি আসছে ঈদে দীপ্ত টিভিতে প্রচারিত হবে।সিরিজটির রচনাও করেছেন পরিচালক স্বয়ং। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান ও ইন্তেখাব দিনার।
‘গিরগিটি’র গল্প প্রসঙ্গে নির্মাতা জানান , ‘বিবাহবার্ষিকীর দিনে অহনা ও রাশেদের বিভিন্ন রকমের প্রস্তুতি ছিল। হঠাৎ করে আসা অজানা এক ফোন কলে একটু একটু করে আনন্দের রঙ ফিকে হতে থাকে তাদের ।’সিরিজটিতে অহনা চরিত্রে জুই করিম আর রাশেদ চরিত্রে মোশাররফ করিম অভিনয় করেছেন।
দীপ্ত টিভি জানায়,সাত দিনের ঈদ আয়োজনে প্রতিদিন এক পর্ব করে প্রচার হবে ‘গিরগিটি’।শুটিং শেষ হওয়ায় এখন চলছে সম্পাদনার কাজ।