কয়েক বছর আগে রাজ চক্রবর্তী আর আবির সেনগুপ্তর সাথে ব্রেকআপের পর অনেক সময় পেরোলেও অভিনেত্রী পায়েল সরকারকে নিয়ে কোনো নতুন প্রেমের গল্প শোনা যায়নি। হিট হয়নি তার শেষ ছবি ‘মুখোশ’। সদ্য শুরু হয়েছে নতুন ছবি ‘ম্যাজিক’এর কাজ। তবুও আজকাল বড্ড চুপচাপ পায়েল।
অনেকের ধারণা স্বেচ্ছা নির্বাসন নিয়েছেন পায়েল। অনেকে আবার বলছেন, পায়েল বড্ড আনসোশ্যাল। আসলেই কি তাই? কী বলছেন পায়েল? ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে এক সাক্ষাৎকারে পায়েল বলেন, ১৩ থেকে ১৪ বছর কাটিয়ে দিলাম একটা ইন্ডাস্ট্রিতে। আর নতুন মুখ ওঠে আসবে ইন্ডাস্ট্রির নিয়মেই। পরিবর্তন হবে। তাই আমার তো মনে হয় না যারা এসব বলে তাদের আর কোনো এক্সপ্ল্যানেশন দেয়ার প্রয়োজন আছে।
প্রেম করছেন কি না অথবা বিয়ে করছেন কবে? তার উত্তরে পায়েল বলেন, প্রেম একেবারেই নেই। আরে কাউকেই যদি পছন্দ না হয়, কী করব? জোর করে তো আর প্রেম করা সম্ভব না! আশেপাশের মানুষগুলো এবং আমার চারপাশটা যে খুব বোরিং আমি জানি। পার্টি নেই, প্রেম নেই। ডিক্যাপ্রিও-র মতো কাউকে পাচ্ছি না তো, কী করব বলুন।