মুমতাহিনা টয়া। বেশ ব্যস্ত সময় যাচ্ছে টিভি পর্দার জনপ্রিয় এই অভিনেত্রীর। বেছে বেছে এখন কাজ করছেন। একক নাটকের পাশাপাশি ব্যস্ত রেখেছেন নিজেকে এখন ধারাবাহিক নাটকে। মাঝে অনেকদিন দেখা যায়নি ধারাবাহিকে তাকে। তবে ‘পরের মেয়ে’ খ্যাত এখন নিয়মিত হয়েছেন এই অভিনেত্রী।
এই বেশ ভালো পরিচিতি ধারাবাহিকটি দিয়ে পেয়েছেন তিনি। এবার নতুন একটি ধারাবাহিকে এই লাক্সতারকা কাজ করলেন। ‘দুটি কুড়ি একটি পাতা’ ধারাবাহিক নাটকের নাম। ভিন্ন রকম এক ভালোবাসার গল্পে এলিনা শাম্মীর রচনায় চার পর্বের এ ধারাবাহিক নাটকটি এমদাদুল হক খান নির্মাণ করেছেন। এতে টয়ার সাথে জুটি বেঁধেছেন আনিসুর রহমান মিলন।
মুমতাহিনা টয়া বলেন, নাটকটিতে দর্শক দেখতে পাবেন ‘ভিন্ন রকম এক ভালোবাসার গল্প। যেখানে প্রিয় মানুষটির জন্য উদাহরণ দেখা যাবে বড় ধরনের ত্যাগের। একটি ভালো কাজ সবাই মিলে চেষ্টা করেছি করতে। সে চেষ্টা সফল হবে দর্শকদের মন ছুঁতে পারলেই।’
রেডকক এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই নাটকটিতে টয়া ও মিলন ছাড়াও আরও অভিনয় করেছেন মৌমিতা মৌ, আজম খান ও আনোয়ার হোসেন প্রমুখ। চলতি মাসেই নাগরিক টিভির পর্দায় নাটকটি প্রচার হবে।