মুক্তির অপেক্ষায় থাকা ওয়েব ছবি ‘খালি পেলি’র গান ‘বিয়ন্সে শরমা জায়েগি’ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে। এর পর থেকেই অনন্যা পাণ্ডে ও ঈশান খাট্টার অভিনীত গানটির শিরোনাম ও কথা নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে। প্রথমত বিয়ন্সের নাম ব্যবহার নিয়ে আপত্তি। অন্য কোথাও তাঁর নাম যেন ব্যবহৃত না হয়, সে জন্য নিজের নামের ট্রেডমার্ক ১০ বছর আগেই করিয়েছেন বিয়ন্সে, যা নিয়ে নির্মাতাদের যথেষ্ট ঝুঁকি আছে আইনি ঝামেলায় পড়ার। এ ছাড়া অনেকে আপত্তি তুলেছেন গানের কথা নিয়েও। তাঁদের মতে, বর্ণবিদ্বেষী মন্তব্য ‘মেয়ে, তোমাকে দেখে বিয়ন্সে লজ্জা পাবে’। বিয়ন্সে প্রবলভাবে আন্দোলনের পক্ষে নেমেছেন ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন শুরুর পর। নিশ্চয়ই তিনি ভালোভাবে দেখবেন না খোদ তাঁকে নিয়ে এমন মন্তব্য। এমনিতেই স্বজনপ্রীতি বিতর্কে অনন্যা নানা সময়ে বিদ্রুপের শিকার হয়েছেন। আরো আক্রমণের শিকার হচ্ছেন এই গান প্রচারের পর। এ ব্যাপারে এখন পর্যন্ত মুখ খোলেননি তিনি। শোনা যাচ্ছে, ছবির প্রযোজক গানটির কথা ও শিরোনাম বদল করার সিদ্ধান্ত নিয়েছেন; যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য তাঁরা দেননি।
তবে এত সমালোচনার মধ্যেই কারিনা কাপুর খানের মন্তব্য থেকে সান্ত্বনা পেতে পারেন অনন্যা। অনন্যাকে গানটিতে দেখে তিনি মন্তব্য করেন, ‘তোমাকে খুবই আবেদনময়ী দেখাচ্ছে, দারুণ কাজ করেছ।’
জি প্লেক্সে মুক্তি পাবে ২ অক্টোবর ‘খালি পেলি’। সূত্র : মিডডে