‘জানেন, আমাদের বিয়ের দেনমোহর তিন টাকা, কিউট না, আমরা তিন টাকায় বিয়ে করেছি!? ’ এমনভাবেই মার্চ মাসে বিয়ের কথা বলেছিলেন লাস্যময়ী অভিনেত্রী পরীমনি। তবে কামরুজ্জামান রনির সাথে বিয়ের পর অনেক সময় পেরিয়ে গেলেও পরীমনির সংসারের কোনো খবর নেই।
এমনকি নানা সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনেক ছবি শেয়ার করলেও কামরুজ্জামান রনির সাথে কোনো ছবি শেয়ার করেননি তিনি। তাছাড়া এব্যাপারে কিছু বলতে অপারগ লাস্যময়ী আলোচিত নায়িকা পরীমনি। এখন গুঞ্জন উঠেছে, সেই বিয়ে ভেঙে গেছে। এখন তারা থাকছেন আলাদা ।
পরীমনির খুব কাছের অনেকে বলছেন, পরীমনি আসলে হুজুগে বিয়েটা করেছেন। বিয়ের পর কিছুদিন তাকে স্বামীর সঙ্গে দেখা গেছে। পরে আর কোনো হদিস নেই।